মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানের প্রশংসায় মজলেন ইরানের সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক 30 June, 2025 12:17 PM
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সাহসী অবস্থানের’ জন্য পাকিস্তানের প্রশংসায় মজলেন ইরানের সেনাপ্রধান।
পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে এক ফোনালাপে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি ইসলামাবাদের প্রশংসা করেন।
রোববার (২৯ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
গত ১৩ জুন ইরানের ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। প্রাণ হারায় বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও।
এই সংকটকালে ইহুদিবাদী শাসনব্যবস্থার বিনা উস্কানিতে আক্রমণের নিন্দা জানিয়ে পাকিস্তানের জনগণ যে ‘সাহসী অবস্থান’ নিয়েছিল, তার জন্য ধন্যবাদ জানান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি। ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় তেহরানের পাশে থাকার জন্য ইসলামাবাদকে পূর্ণ কৃতিত্ব দেন তিনি।
ফোনালাপে জেনারেল মুসাভি আরও বলেন, এই ১২ দিনের আগ্রাসন চলাকালীন ‘ইসরাইলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকার পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশও দখলদার ইসরাইলকে সহায়তা দিয়েছে।
কিন্তু, এমন পরিস্থিতিতে ইসলামাবাদ ইরানকে যে সমর্থন দিয়েছে, তার জন্য পাকিস্তান সরকারের প্রশংসা করেছেন ইরানের সেনাপ্রধান।